Mohammad Abir Mahmud

Mohammad Abir Mahmud

ICT Course Instructor
  • 0 Courses
মোহাম্মদ আবির মাহমুদ গত ২ বছর ধরে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে Lecturer হিসেবে কর্মরত আছেন। বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইট তৈরিতে তিনি সংযুক্ত ছিলেন। পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 2D Animation, ভিডিও এডিটিং নিয়ে আউটসোর্সিং করছেন। বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পূর্বে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি কলেজে কম্পিউটার টেকনোলজি বিভাগে Assistant Instructor হিসেবে ১ বছর কর্মরত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি Lab Setup এবং সেই কলেজের ওয়েবসাইট তৈরিতে তিনি নিযুক্ত ছিলেন। এর আগে ১ বছর যাবৎ তিনি Axiom Software Technologies তে একজন ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্টের ট্রেইনার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রায় ২০০+ শিক্ষার্থীকে লাইভ ট্রেইনিং প্রদাণ করেছেন, পাশাপাশি কোম্পানির কিছু ওয়েব প্রজেক্টে কাজ করেছেন। HSC এর ICT বিষয়টিতে শিক্ষার্থীদের অনেক ভয় ভীতি রয়েছে। এই বিষয়টিকে কীভাবে আরো সহজভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে বিগত কয়েক বছর ধরে তিনি কাজ করছেন। বিভিন্ন কলেজে সেমিনার করেছেন। HSC এর ICT বিষয় নিয়ে খুব শীঘ্রই তার নিজের লিখা বই বাজারে পাওয়া যাবে, যেখানে থাকবে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কঠিন টপিক্সগুলো মনে রাখার কিছু শর্টকার্ট টিপস এন্ড ট্রিকস, যা শিখে শিক্ষার্থীরা সহজেই ICT বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।